যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, গণফোরামসহ শরিক রাজনৈতিক শক্তিগুলোর শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে আসন্ন নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
