ধানমন্ডিতে সড়কে গাছ পড়ে দুমড়েমুচড়ে গেল গাড়ি, গুরুতর আহত চালক
ঢাকার ধানমন্ডিতে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির সময় একটি বড় মেহগনি গাছ উপড়ে সড়কে পড়ে যায়। এতে তিনটি গাড়ির মধ্যে একটি দুমড়ে-মুচড়ে যায় এবং একজন অটোরিকশাচালক গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে, ধানমন্ডি ৬ নম্বর সড়কে। রাস্তার পাশে থাকা বিশাল আকৃতির গাছটি উপড়ে পড়ে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর। এতে যানবাহনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার জিহানুল হক বলেন, 'গতকাল সন্ধ্যায় ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টির সময় গাছটি সড়কে পড়ে। সৌভাগ্যবশত, যানজটের কারণে এক সিএনজি চালক গাড়ির বাইরে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই যাত্রীকে উদ্ধার করে; তারা হালকা আহত হয়েছেন।'
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, গাছটি ফুটপাত থেকে উপড়ে পড়ে পার্ক করা একটি প্রাইভেট কারের ওপর গিয়ে পড়ে। একই সঙ্গে দুটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত রিকশাও এর নিচে চাপা পড়ে। একটি অটোরিকশার চালক গাছের নিচে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অটোরিকশার গ্রিল কেটে তাকে উদ্ধার করেন এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে গাছ অপসারণ করে আংশিকভাবে যান চলাচল চালু করা হয়।
আজ (১ আগস্ট) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, একটি অটোরিকশা এখনও গাছের নিচে চাপা পড়ে আছে। ব্যস্ত এই সড়কে এমন দুর্ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
