ফার গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায়, ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুকসহ ৫ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন—কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ইউসুফ ভূইয়া।
দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান ফার গ্রুপের চেয়ারম্যান ফারুকের নিষেধাজ্ঞার আবেদন করেন। অন্য চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন।
ফারুকের বিরুদ্ধে আবেদনে বলা বলেছে, আব্দুল কাদের ফারুকের বিরুদ্ধে পুঁজিবাজারে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া রোধ করা একান্ত প্রয়োজন।
মিনহাজ বিন ইসলামের আবেদনে বলা হয়, সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ অন্যান্যদের বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সাবেক মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। সেজন্য তাদের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দরকার।