২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী সাইফুজ্জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান খান বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত একটি প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে ভুয়া কাগুজে প্রতিষ্ঠান 'ভিশন ট্রেডিং'-এর নামে ভুয়া ঋণ অনুমোদন করিয়ে ওই অর্থ আত্মসাৎ করা হয়।