ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, ক্ষতির পরিমাণ ৪০ কোটি টাকা
রাজধানীর তেজগাঁওয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে ৪০ কোটি টাকা।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে ডিএমপির তেজগাঁও থানায় বাদী হয়ে মামলাটি করেন ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা। তিনি জানান, মামলায় অজ্ঞাতনামা ৩৫০-৪০০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, 'গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রায় ৩৫০/৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠিসোঁটা, দাহ্য পদার্থসহ সজ্জিত হয়ে মিছিল নিয়ে জনরোষ, দাঙ্গা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম সৃষ্টির উদ্দেশ্যে দ্য ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দিতে থাকে। ইতোমধ্যে কতিপয় অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেআইনি সমাবেশে উপস্থিত সন্ত্রাসীদের মব সৃষ্টির মাধ্যমে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা করার জন্য বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অ্যাক্টিভিস্টদের উসকানিমূলক নির্দেশনা পেয়ে দুষ্কৃতিকারীরা পরস্পরের যোগসাজশে ওইদিন রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে দ্য ডেইলি স্টার ভবনের স্টিলের গেইট ও কাঁচের দরজা ভেঙে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করে।'
এতে আরো বলা হয়, সন্ত্রাসীরা কার্যালয়ের ভেতরে অবস্থানরত কর্মীদের মারধর করার চেষ্টা করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুণ্ঠন করে। আসামিরা ভবনের সামনের কাচ ভেঙে সোফা, টেবিল ও চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র, সরঞ্জাম ও নথিপত্রে অনিষ্ট করে নিচে ফেলে দেয় এবং সেগুলো একটি জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়।
অভিযোগে আরো বলা হয়, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারী আসামিরা দ্য ডেইলি স্টার ভবনের বিভিন্ন তলায় রাখা দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ ও ক্যামেরা, লেন্স, টিভি, স্ক্যানার, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যার মূল্য অনুমান ৫ কোটি টাকা এবং বিভিন্ন তলায় থাকা একাধিক লকারে রক্ষিত প্রতিষ্ঠানের আনুমানিক ৩৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এজহারে বলা হয়, 'সন্ত্রাসীরা ভবনের বিভিন্ন তলায় অবস্থান করা দ্য ডেইলি স্টার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মীদের অগ্নিদগ্ধ করে হত্যা ও ভবন ধ্বংস করার উদ্দেশ্যে অগ্নি সংযোগ করে। সন্ত্রাসীরা ভবনের নিচতলা, দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা পুড়িয়ে দেয় এবং আগুনে ভবনের বাকিসব ফ্লোরগুলোতে থাকা সম্পদ সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত করে। আসামিদের ভাঙচুর ও অগ্নি সংযোগের ফলে দ্য ডেইলি স্টার ভবনে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা। যাচাই বাছাই শেষে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসার আরও বৃদ্ধি পেতে পারে।'
