নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে করা তরুণীর মামলা খারিজ

'শারীরিক ও মানসিক হেনস্তা' থেকে নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে তরুণীর (১৯) দায়ের করা মামলা খারিজের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহরিয়ার ফিদা এ তথ্য নিশ্চিত করেন। উভয় পক্ষের মধ্যে আপস মীমাংসা হওয়ায় আদালত এই মামলা খারিজের আদেশ দেন বলে জানান তিনি।
এর আগে গত ২২ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে বাবা-মাকে বিবাদী করে মামলা করেন ওই তরুণী। সেদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা-বাবাকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী তরুণীকে তার মা ও বাবা শারীরিকভাবে আঘাত করতে থাকেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন ও জখম করে। বাদী প্রাপ্তবয়স্ক হওয়ার তারা (বাবা ও মা) তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। প্রতিনিয়ত পরিবারের নিত্যব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা দিচ্ছেন।
অভিযোগে আরও বলা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ-সুবিধাদি ব্যবহারের অধিকার বাদীর রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত করে বৈধ অধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছেন, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে।