সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ ড্রাইভারকে ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দ

বিশেষ বিবেচনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে তিন ও পাঁচ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ জন ড্রাইভার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
বুধবার (২৩ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এই তথ্য উঠে আসে।
প্রকল্পের নীতিমালা অনুযায়ী, রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চার শ্রেণির ব্যক্তিদের জন্যই ঝিলমিল প্রকল্পে এসব প্লট বরাদ্দের কথা ছিল।