শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রাম ও বরিশালে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম ও বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি করেন তারা।
আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, আজ বেলা ১২টা থেকে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ সময় শিক্ষার্থীরা মহাসড়কে উত্তরায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়েন। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় করে দোয়া ও মোনাজাত করেন।
শিক্ষার্থীরা জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। অনেকেই এখনও তাদের সন্তানকে খুঁজে পায়নি। হতাহতদের সঠিক হিসাব প্রকাশ করতে হবে।
এছাড়াও গতকাল সোমবার গভীর রাতে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর প্রতিবাদ জানান তারা।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার বিষয়ে তারাও গভীর রাতে নোটিশ পেয়েছেন। নোটিশ পাওয়ার পর পরই সব কলেজে জানিয়ে দিয়েছেন।
চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছে, একই দাবিতে আজ বেলা দেড়টার দিকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে তারা সেখানে সড়ক অবরোধ করেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বেলা পৌনে দুইটার দিকে সরজমিনে দেখা যায়, কিছু শিক্ষার্থী সড়কের ওপর শুয়ে প্রতিবাদ করছেন। অন্যরা বোর্ডের মূল ফটকের সামনে 'ভুয়া ভুয়া', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে' ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের সামনে বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মধ্যে রয়েছেন। এর মধ্যেও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পেছাতে শুরুতে গড়িমসি করেছে।
ওমর গণি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়হান বলেন, 'রাত ৩টায় আমরা জানতে পারি এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা বিবেচনায় না এনে পরীক্ষা নেওয়ার চিন্তা করা অমানবিক।'
হাজেরা তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, 'শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, 'শিক্ষার্থীরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দাবি আমাদের কাছে তুলে ধরেনি। আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম, কিন্তু তারা কোনো কথা বলতে চায়নি।'
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের পদত্যাগের দাবির জেরে এ সিদ্ধান্ত নেয় সরকার।