জুরাইন এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ড্যাফোডিল পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর শ্যামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে তাজওয়ার রহমান অর্ক (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে শ্যামপুরের পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর পূর্ব রামপুরায় থাকতেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সাত-আট মাস আগে কেরানীগঞ্জের এক তরুণীর সঙ্গে তাজওয়ার রহমান অর্কের বাগদান হয়। সোমবার সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে কেরানীগঞ্জ যাচ্ছিলেন। পথে পশ্চিম জুরাইন এক্সপ্রেসওয়ের সালাউদ্দিন পেট্রোল পাম্প এলাকায় পৌঁছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী নভোকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আজিজুল হাসান আরও জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
