রাজধানীর খিলগাঁওয়ে বাসচাপায় পথচারীর মৃত্যু, হেলপারসহ বাস আটক
রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের চাপায় জাকির হোসেন চৌধুরী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের গোড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন চৌধুরীর বাড়ি চট্টগ্রামে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সপরিবারে বসবাস করতেন এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে রাস্তা পার হচ্ছিলেন জাকির হোসেন। এ সময় সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ এবং এর হেলপারকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি জানান, বাসটি ও হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
