আহতদের রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে ভিড় সাধারণ মানুষের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য রক্ত দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভিড় করছেন সাধারণ মানুষ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে নেগেটিভ রক্তের গ্রুপধারীসহ অনেক মানুষ বার্ন ইনস্টিটিউটের সামনে রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেকে আবার এসেছেন ঢাকার বাইরে থেকেও।
রক্তদাতাদের তালিকা তৈরি ও সমন্বয়ের কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা। তবে সকাল পর্যন্ত সেখানে সরাসরি রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু হয়নি।
এদিকে, সকালে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, "রক্ত দেওয়ার জন্য হুড়োহুড়ির প্রয়োজন নেই। আজ রক্ত সংগ্রহ করা হবে, পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে।"
তিনি আরও জানান, "নেগেটিভ গ্রুপের অল্প সংখ্যক রক্তদাতার প্রয়োজন হতে পারে। তবে মোট ১০০ জনের বেশি রক্তদাতার দরকার হবে না।"
এদিকে, এখন পর্যন্ত মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় বহু শিক্ষার্থী এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।