৬ দফা দাবিতে মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

ছয় দফা দাবি আদায়ে মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে 'শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন' এ জমায়েত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে তাদের এ কর্মসূচি শুরু হয়।
এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, 'আমরা, মাইলস্টোন কলেজ-এর শিক্ষার্থীরা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল।'

তাদের দাবিগুলো হলো- নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা—এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
শিক্ষার্থীরা জানান, তাদের এ প্রতিবাদ অহিংস, তবে আপসহীন।
দাবি আদায়ের লক্ষ্যে মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস প্রাঙ্গণের গোল চত্বরে তারা ইতোমধ্যেই অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, গতকাল (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ।
সোমবার দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে আছড়ে পড়ে ওই স্কুল ভবনে। সে সময় শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাস করছিল, আবার অনেকে ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল।