হংকং বিমানবন্দরে সাগরে আছড়ে পড়ল কার্গো প্লেন, নিহত ২
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এবং এতে দুইজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসির।
তুরস্কের কার্গো বিমান সংস্থা এয়ার এসিটি পরিচালিত এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিট (গ্রিনিচমান সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) নাগাদ এসে উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানকে ধাক্কা দেয়।
সিভিল এভিয়েশন বিভাগ জানায়, এ ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করা হলেও পরে হাসপাতালে মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। তারা পুলিশের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় রাত ৮টা) এক সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের এই বিমানটি মূলত যাত্রীবাহী ছিল, পরে এটিকে কার্গো বা মালবাহী বিমানে রূপান্তর করা হয়।
এটি ৩০ বছরেরও বেশি পুরোনো; ১৯৯৩ সালে প্রথমবার আকাশে ওড়ে বলে এয়ারফ্লিটস নামের বিমান ট্র্যাকিং সাইট জানিয়েছে।
বিগত বছরগুলোতে বিমানটি বিভিন্ন এয়ারলাইনের অধীনে ব্যবহৃত হয়েছে—যেমন জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (বর্তমানে সাউদিয়া)—এ তথ্যও এয়ারফ্লিটসের সংরক্ষিত তথ্যে উল্লেখ আছে।
সোমবার বিমানটি এমিরেটস স্কাইকার্গো ফ্লাইট ৯৭৮৮ হিসেবে পরিচালিত হচ্ছিল। এটি রোববার দুবাই থেকে উড্ডয়ন করে এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিট (গ্রিনিচমান সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, এয়ার এসিটি-এর বহরে এ ধরনের আরও একটি বোয়িং ৭৪৭ বিমান রয়েছে।
