চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আজ (২০ জুলাই) সন্ধ্যায় একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আনোয়ার হোসেন টিবিএসকে বলেন, 'সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সোয়া ৭ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তের পরে জানানো যাবে।'
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, 'কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুন লাগার সময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হয় নি।'
বাসের চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।