চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল, ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ৪০ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে।
'এ' ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অধীনে ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৭৩ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪০ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় ৬৩৭ জন সদস্য মোতায়েন থাকবে।
এর মধ্যে ৬৫ জন ট্রাফিক পুলিশ, ১১৩ জন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং ৫০ জন আইএসএস সদস্য ছাড়াও রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিএনসিসি, রোভার স্কাউট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো প্রক্রিয়া তদারকি করবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। এছাড়া পরীক্ষা চলাকালীন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রক্টর জানান, যানজট এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের পথ একমুখী করা হয়েছে। পরীক্ষার্থীরা ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করে কেন্দ্রীয় খেলার মাঠে যানবাহন রাখতে পারবেন এবং বের হতে হবে ২ নম্বর গেট দিয়ে। এই নিয়ম পরীক্ষার দিনগুলোতে সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যকর থাকবে।
ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অভিভাবকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ৬টি বিশ্রামাগার এবং ৬টি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য থাকবে স্বেচ্ছাসেবক দল। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৩৭টি অস্থায়ী ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসের টিম মোতায়েন থাকবে।
পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র
আগামীকাল ২ জানুয়ারি 'এ' ইউনিটের পর ৩ জানুয়ারি 'ডি' ইউনিট, ৯ জানুয়ারি 'সি' ইউনিট এবং ১০ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ জানুয়ারি 'ডি-১', ৭ জানুয়ারি 'বি-১' এবং ৮ জানুয়ারি 'বি-২' উপ-ইউনিটের পরীক্ষা হবে। গতবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রশাসন।
অন্যান্য ইউনিটের চিত্র
বিশ্ববিদ্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত 'বি' ইউনিটে (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ছাড়া) ৬৯০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৯ হাজার ২৮৭টি। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটের ৫১০টি আসনের জন্য লড়বেন ১৬ হাজার ৯২৫ জন শিক্ষার্থী।
সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও অন্যান্য বিভাগ নিয়ে গঠিত 'ডি' ইউনিটে ৮৪৯টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫১ হাজার ৫০৬টি। এছাড়া উপ-ইউনিটগুলোর মধ্যে 'ডি-১' (শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান) ইউনিটে ৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৪২১ জন, 'বি-১' (নাট্যকলা, সংগীত ও চারুকলা) ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১ হাজার ৬৪৫ জন এবং 'বি-২' (আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি) ইউনিটে ২৮০টি আসনের বিপরীতে ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
মোট আবেদন ও আয়
চলতি শিক্ষাবর্ষে চবির মোট ৪ হাজার ১১৬টি আসনের বিপরীতে ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ২৩ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকা।
