দুবাইয়ে বিমানের চাকা ফেটে ফ্লাইট বিঘ্নিত
দুবাই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সিরিজের একটি উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট বিঘ্নিত হয়েছে। গত বুধবার রাতে এই ঘটনার পর বৃহস্পতিবার পর্যন্ত ফ্লাইটটি বিলম্বিত হয়।
বিমান সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটায় দুবাই থেকে ঢাকা ছেড়ে আসার কথা ছিল বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজের এস২-এজেডএসের বিজি-১৪৮ ফ্লাইটের। উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাই বিমানবন্দরে কোনো ধরনের ঝামেলা ছাড়াই অবতরণ করে। যাত্রীরাও নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। কিন্তু বিপত্তি বাধে পার্কিং স্ট্যান্ডে উড়োজাহাজটি পার্কিং করার পর।
দেখা যায়, উড়োজাহাজটির মেইন হুইল (চাকা) ফেটে গেছে, যা প্রতিস্থাপন করা ছাড়া গত্যন্তর নেই। স্থানীয়ভাবে অন্য এয়ারলাইন্সগুলোর কাছে সন্ধান করেও চাকা না পাওয়ায় বিপাকে পড়ে বিমান কর্তৃপক্ষ। শিডিউলড ফ্লাইট বাধাগ্রস্ত হয়। চরম দুর্ভোগে পড়েন ওই ফ্লাইটের ২২০ যাত্রী। বিমানের কর্মকর্তারা ঢাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার আহ্বান জানালেও উড়োজাহাজ স্বল্পতায় তা সম্ভব হয়নি। পরে স্থানীয় একটি হোটেলে যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবির টিবিএসকে বলেন, 'বৃহস্পতিবার উড়োজাহাজের জন্য হুইল পাঠানো হয়েছে। সেটি প্রতিস্থাপন করার পর ফ্লাইট পরিচালনা করে শুক্রবার দুপুর আড়াইটায় শাহজালালে পৌঁছানোর কথা রয়েছে।'
