শাহজালালে পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের চাকায় ক্ষতি, ফ্লাইট বাতিল
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের (এ৩২০) সামনের চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। ফ্লাইটটি গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
পুশকার্টের চালকের উদাসীনতার কারণে এটি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিমানের মুখপাত্র বোসরা ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইতোমধ্যে ওই চালককে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং কারণ দর্শানো হয়েছে। তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাতে ১২৬ জন যাত্রী ওই ফ্লাইটে ওঠার পর দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরনের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙ্গে যায়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ রোববার সকালে তাদের কয়েকজনকে মুম্বাইয়ের ফ্লাইটে পাঠানো হয়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি মেরামত করতে সময় লাগতে পারে। বিমান ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।
