দুর্নীতিতে জড়ালে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঢাকা রেঞ্জ ডিআইজি

দুর্নীতি বা অনিয়মে জড়ালে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, 'এটা কোনভাবেই বরদাশত করবো না। যদি আমার কাছে রিপোর্ট আসে আপনারা কোন অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাহলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিন্দু পরিমাণও ছাড় দেব না।'
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, 'পুলিশ সদস্যরা জনগণের সেবক হিসেবে কাজ করবেন। জনগণের কল্যাণ, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। মনে রাখবেন, আমরা জনগণের সেবার জন্য কাজ করছি। কোন সেবাগ্রহীতা যেন খালি হাতে ফেরত না যায়, সেদিকে খেয়াল রাখবেন। দর্শনার্থীরা সাক্ষাৎ চেয়ে ফিরে গেলে সেটি অত্যন্ত দুঃখজনক হবে। সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তাদের কাজ সম্পন্ন করতে হবে।'
তিনি থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, 'জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আপনারা তা করবেন। আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সে বিষয়েও সবসময় সজাগ থাকবেন।'
আগের সরকার আমলে পুলিশের রাজনৈতিক ব্যবহারের অভিযোগ তুলে ডিআইজি বলেন, 'তৎকালীন ফ্যাসিস্ট সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। আমি নিজেও ১৮ বছর নির্যাতন ও অবহেলার শিকার হয়েছি। বর্তমান পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।'
সভা শেষে তিনি ফরিদপুরের জুলাই আন্দোলনের সাত শহীদ পরিবারের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ডিআইজি পুলিশ লাইনে অবস্থিত মাল্টিপারপাস হল (কল্যাণ সেড)-এর উদ্বোধন করেন।