আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে শর্তসাপেক্ষে ঐক্যমত দলগুলো: আলী রীয়াজ

আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে শর্তসাপেক্ষে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, 'দুটো বিষয়ে আজকে ঐক্যমত হয়েছে। প্রধান বিচারপতি ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে। আজকে প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে আলোচনার নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।'
আজ রোববার (১৩ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১২তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'জ্যেষ্ঠতম আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগের বিষয়ে একমত এসেছে। তবে একটি ডিসেন্ট ভয়েস এসেছে যে যদি কোন দল নির্বাচনী ইশতেহার জ্যেষ্ঠতম দুজন বিচারপতিকে রাখা হবে এবং তারা ক্ষমতায় আসলে সেটি পরিবর্তন করতে পারবে।'
আলী রীয়াজ বলেন, তবে যদি কোন দল নির্বাচনী ইশতেহারে জ্যেষ্ঠ দুইজন বিচারপতি থেকে নিয়োগ দিতে চায় তবে নির্বাচনে জেতার পর সংবিধান সংশোধনী করে সেটা করতে পারবে।
তিনি আরও বলেন, তবে শর্ত থাকে অসদাচরণ দায়ে অভিযুক্ত থাকলে কাওকে প্রধান বিচারপতি হিসেবে দেওয়া যাবে না।