৪-৫ ঘণ্টায় ৮০০ মামলায় জামিন: হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের ছুটি চলাকালে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ অধিক সংখ্যক জামিন দেওয়ায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা [স্পেশাল অফিসার] মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
যে তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম জাকির হোসেন।
জানা গেছে, সম্প্রতি হাইকোর্ট বেঞ্চ থেকে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ মামলায় জামিন দেওয়ায় গত ২৩ অক্টোবর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
এর পরের দিন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও প্রেষণে নিযুক্ত অতিরিক্ত জেলা জজ মো. মোয়াজ্জেম হোসেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই তিন বিচারপতির কাছে প্রধান বিচারপতির ব্যাখ্যা চাওয়া নোটিশ পাঠান।
নোটিশে বিচারপতিদের কাছে ওই জামিন আবেদনগুলোতে আসামিপক্ষে থাকা আইনজীবীদের তালিকাও জমা দিতে বলা হয়েছে।
এদিকে এই নোটিশের পর বিচারপতিদের বেঞ্চেও পরিবর্তনও আনা হয়েছে। যে তিনজন বিচারপতি আগে দ্বৈত বেঞ্চে বসে জামিনের আদেশ দিতেন, তাদের এখন একক বেঞ্চে বিচারিক দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, নোটিশের জবাব দেওয়ার জন্য নির্ধারিত তিন দিনের সময়সীমা সোমবার শেষ হয়েছে।
তবে একজন বিচারপতি জবাব দাখিলের জন্য ১২ দিন সময় চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে একটি চিঠি জমা দিয়েছেন।
