তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন প্রধান নির্বাচন কমিশনার
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে রওনা হন তিনি।
সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এটি একধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তের আগেই প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের কথা রয়েছে; এরপরই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে প্রস্তুতি অবহিত করার পাশাপাশি সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে এসেছেন পুরো কমিশন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য চলতি সপ্তাহের মধ্যে তফসিল দেওয়ার কথা রয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে ভোটকে সামনে রেখে নানা ধরনের আইনি জটিলতা ও সহায়তার বিষয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশনার।
সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট ও প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আদালতে দ্বারস্থ হন অনেকে; এই সব বিষয়ে আলোচনা হতে পারে।
সব শেষ সিইসিও প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের রেওয়াজ বজায় রেখেছিলেন।
