মুরাদনগরে ধর্ষণ: পর্নোগ্রাফি মামলায় রিমান্ড আবেদনের শুনানি আজ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার প্রধান আসামি শাহ পরানের রিমান্ড শুনানি আজ (৯ জুলাই) জেলা আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহ পরান এ মামলার আরেক আসামি ফজর আলীর ভাই। শুনানির সময় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
এর আগে, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ৮ থেকে ১০ জনের একটি দল ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার আপত্তিকর ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনার ১২ দিন পর গতকাল (৮ জুলাই) ওই নারী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান এবং সেখানেই তার শারীরিক পরীক্ষাও সম্পন্ন হয়।
পরীক্ষা বিলম্বের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, 'ভুক্তভোগী নিজেই শারীরিক পরীক্ষা করাতে রাজি না হওয়ায় কিছুটা সময় লেগেছে।'
এর আগে, ধর্ষণের ঘটনায় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরাতে গত ২৯ জুন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার নারীকে পর্যাপ্ত নিরাপত্তা ও চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।