হাদি হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সালকে পালানোয় সহায়তাকারী ৩ দিনের রিমান্ডে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে পালাতে সহায়তা করা মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক ফয়সাল আহম্মেদ।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্সের তথ্য অনুযায়ী, নুরুজ্জামান ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি এ মামলার অন্য আসামিকে গাড়িযোগে পালিয়ে যেতে ভাড়ার গাড়ি দিয়ে সাহায্য করেন এবং গাড়ির ড্রাইভারকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আসামির সঙ্গে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। মামলার পরিকল্পনাকারী ও অন্যান্য জড়িতদের শনাক্তকরণ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, শরিফ ওসমান হাদি গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা গত শুক্রবার দুপুরে হাদিকে গুলি করে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যাচেষ্টা মামলা করেন।
