গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২৩ সালের হিসাব সংশোধন, মুনাফার বদলে দেখা গেল বড় ক্ষতি

গ্লোবাল ইসলামী ব্যাংক ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন সংশোধন করে জানিয়েছে, প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পরিমাণে লোকসানের মুখে পড়েছে। এর আগে ব্যাংকটি মুনাফা দেখিয়ে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছিল।
আজ বুধবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বেসরকারি খাতের এ ঋণদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, সংশোধনের পর ২০২৩ সালে শেয়ারপ্রতি লোকসান (লস পার শেয়ার) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৯ পয়সা, যেখানে আগে প্রতিবেদন অনুযায়ী প্রতিশেয়ারে আয় (ইপিএস) দেখানো হয়েছিল ১ টাকা ৩০ পয়সা।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বছর শেষে সংশোধিত প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি নিট এসেট ভ্যালু বা নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৬ পয়সা।
ব্যাংকটি আরও জানিয়েছে, ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে শেয়ারপ্রতি আয়, নিট সম্পদমূল্য এবং নিট পরিচালন নগদ প্রবাহের পরিসংখ্যানে কোনো পরিবর্তন আনা হয়নি।