স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্পট মার্কেট আরও এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড এই এলএনজি সরবরাহ করবে।
প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি কেনা হচ্ছে ১২.৬২ মার্কিন ডলারে। এজন্য সরকারের ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা।
মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এটি ২০২৫ সালে স্পট মার্কেট থেকে কেনা ৩২তম এলএনজি কার্গো।
বৈঠক সূত্রে জানা গেছে, পেট্রোবাংলা এক কার্গো এলএনজি সরবরাহ চুক্তি স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করলে ৫টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দরপত্র মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটি আগামী ২৮ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে এলএনজি সরবরাহ করবে।
এছাড়া, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন করেছে। শিল্প মন্ত্রণালয় ১৪৬ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকায় এই সার কিনবে। প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৭.৭৫ মার্কিন ডলার।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে 'সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ'প্রকল্পের আওতায় প্যাকেজ নম্বর ডব্লিউপি-৩-এর পূর্তকাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। একধাপ দুই খাম পদ্ধতিতে আহ্বান করা দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয় এবং সবকটি কারিগরি মানদণ্ডে উত্তীর্ণ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মো. মঈনুদ্দিন (বাঁশি) লি. প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১০৬ কোটি ৮৮ লাখ ৩৫৪ টাকা।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের দুটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে।