নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় জমাটবদ্ধ গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন আসমা বেগম (৩৫), তানজিল ইসলাম (৪০), তিশা (১৭), আরাফাত (১৫), হাসান (৩৫), মুনতাহা (১১), জান্নাত (৪), ইমাম উদ্দিন (১ মাস) ও সালমা বেগম (৩২)।
তাদের প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। আহতদের মধ্যে হাসানের শরীরের ৪৪ শতাংশ, জান্নাতের ৪০ শতাংশ, মুনতাহার ৩৭ শতাংশ, সালমার ৪৮ শতাংশ, শিশু ইমামের ৩০ শতাংশ, আরাফাতের ১৫ শতাংশ, তিশার ৫৩ শতাংশ এবং আসমার ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরণ মিয়া বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, দগ্ধদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আমরা আগুন নিভিয়ে আসি। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মনির হোসেন জানান, দগ্ধ হওয়া নয়জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।