কবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে; ৫ বছরের মধ্যে- ১১.৬%, কখনো না- ২২.৮%

আগামী ৫ বছরের মধ্যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশের শাসনক্ষমতায় আসতে পারে বলে মনে করেন দেশের ১১.৬ শতাংশ তরুণ। তবে ২২.৮ শতাংশ তরুণের মত হলো, এমন কোনো দল কখনোই ক্ষমতায় আসতে পারবে না।
গতকাল সোমবার (৬ জুলাই) সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের তথ্যমতে, ১২.২ শতাংশ তরুণ মনে করেন, ৫ থেকে ১০ বছরের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ক্ষমতায় আসতে পারে। আর ১৪.১ শতাংশ তরুণ মনে করেন, সময়টা ১০-২০ বছরের মধ্যে হতে পারে। আর ৩৯.৩ শতাংশ তরুণ এ বিষয়ে কোনো মতামত দেননি।
দেশের সবকটি বিভাগের ওপর চালানো এ জরিপে অংশ নেন ১৫-৩৫ বছর বয়সি ২ হাজার মানুষ। প্রথমে ৮ বিভাগ থেকে ২টি করে জেলা বাছাই করা হয়। এরপর সেখান থেকে আবার দুইটি করে উপজেলা নির্বাচন করা হয়।
উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারী পুরুষদের মধ্যে ৪০ শতাংশ বিএনপিকে, ২২.২১ শতাংশ জামায়াতে ইসলামিকে এবং ১৪.৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অপরদিকে, নারী অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭.০৩ শতাংশ বিএনপি, ২০.৫৭ শতাংশ জামায়াত এবং ১৭.৪৭ শতাংশ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন।
অর্থাৎ জরিপ অনুযায়ী, এনসিপির প্রতি নারী ভোটারদের সমর্থন পুরুষ ভোটারদের তুলনায় কিছুটা বেশি।