তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রিভিউ শুনানি করতে সকল রাজনৈতিক দলের আবেদন

দ্রুততম সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রিভিউ শুনানি শুরু করার জন্য সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে আবেদনটি করেন আইনজীবী শিশির মনির। আপিল বিভাগ ২৬ আগস্ট এই বিষয়ে শুনানি করার দিন ধার্য করেছে।
আইনজীবী শিশির মনির আদালতকে অবগত করে জানান, সামনে বড় ছুটি থাকলেও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিষয়টির সমাধান প্রয়োজন। রিভিউ শুনানি এখনও শেষ হয়নি এবং এটি লিস্টে থাকলেও শুনানি হয়নি।
২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) বাতিল ঘোষণা করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়। পরে গত বছরের অক্টোবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন।
এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চার জন হলেন—তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।
এছাড়া, গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। নওগাঁর রাণীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও একই বছরের মধ্যে রিভিউ আবেদন করেন। তিনি পঞ্চম সংশোধনী সম্পর্কেও পৃথকভাবে রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।
এই দুই সংশোধনী সংক্রান্ত পৃথক পাঁচটি রিভিউ আবেদন বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকার ১৭ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত হয়।