বনানীতে হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা: যুবদল নেতা মনির বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে রাজধানীর বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।'
এতে বলা হয়, 'বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না।'

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
জানা যায়, গত ৩০ জুন মহাখালীর জাকারিয়া হোটেল-রেস্টুরেন্ট অ্যান্ড বারের কর্মচারিদের সঙ্গে ঝামেলা হয় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির খানের। এর ধারাবাহিকতায় ১ জুলাই জাকারিয়া হোটেল-রেস্টুরেন্ট অ্যান্ড বারে এসে ভাঙচুর ও কর্মচারীদের মারধর করে মনিরের লোকজন। এসময় মনিরের নেতৃত্বে ওই হোটেলে অবস্থানরত দুই নারীর ওপর হামলা করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতেই বনানী থানায় একটি মামলা করেছে। তবে পুলিশ এখনও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।