প্রতিবেশী দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অবস্থান দেখে সমস্যা সমাধান করা হবে: ফাওজুল কবির খান

বুয়েটসহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠিত কমিটির প্রধান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে শিগগির বৈঠক করবে কমিটি। তিনি বলেন, সঠিক সমাধানে পৌঁছাতে হলে প্রতিবেশী দেশগুলোতে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা ও অবস্থান বিশ্লেষণ করা হবে।
আজ বুধবার (২৭ আগস্ট) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাওজুল কবির খান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বর্তমান ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। তাদের বক্তব্য শোনার পর যৌক্তিক ও যুক্তিসঙ্গত সমাধান যা হবে, সেটিই তারা করবেন।
তিনি আরও বলেন, যে সমস্যার কারণে এ বিরোধ তৈরি হয়েছে, সেটি বোঝা জরুরি। এজন্য তারা দেখবেন প্রতিবেশী দেশগুলোতে ডিপ্লোমা প্রকৌশলীরা কী ধরনের মর্যাদা ও পেশাগত সুযোগ পাচ্ছেন। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য উপযুক্ত সমাধান নির্ধারণ করা হবে।
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে 'প্রকৌশলী' উপাধি ব্যবহার বন্ধসহ ৩ দফা দাবিতে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। অন্যদিকে, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ বন্ধসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
দুই পক্ষের অনড় অবস্থান ও দাবি আদায়ের আন্দোলনের মুখে মন্ত্রিপরিষদ বিভাগ একটি কমিটি গঠন করেছে। কমিটিতে চারজন উপদেষ্টাসহ আটজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন দিতে হবে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। প্রয়োজনে এ কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।