আজিজ সুপারমার্কেটে মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব, প্রধান ফটকে তালা

রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপারমার্কেটে দোকান মালিক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
এর জেরে শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পরপরই সমিতির বর্তমান কমিটির নেতারা মার্কেটের সব ফটকে তালা ঝুলিয়ে দেন।
হঠাৎ এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ব্যবসায়ীরা। তাদের অনেকে দোকান বন্ধ করে দেন।
খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর ফটকগুলো খুলে দেয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ টিবিএসকে বলেন, 'কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। একটি পক্ষ নতুন কমিটি গঠনের পক্ষে, আরেকটি পক্ষ এর বিপক্ষে। আজ দুপুরে এ নিয়ে উত্তেজনা দেখা দিলে এক পক্ষ মার্কেটের প্রবেশপথের গেটগুলোতে তালা দেয়। মার্কেটটি কয়েক ঘণ্টার জন্য তালাবদ্ধ ছিল। বিকেলে পুলিশ গিয়ে ফটক খুলে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'