'কেটলি'-এর বদলে 'শাপলা' প্রতীকই চায় নাগরিক ঐক্য

'কেটলি' প্রতীক রেখে 'শাপলা' পেতে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোপূর্বে দলটি পছন্দের প্রতীক না পেলেও এবার 'শাপলা' প্রতীক চেয়ে তারা পুনরায় আবেদন করেছে।
বুধবার (৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, গত ১৭ জুন আমরা কেটলি প্রতীক পরিবর্তন করে শাপলা বা দোয়েল প্রতীক চেয়ে আবেদন করেছি। কারণ যখন দলটি নিবন্ধিত হয়, তখন আমাদের পছন্দের প্রতীক আমরা পাইনি।
তিনি বলেন, 'নির্বাচনসহ সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছিলাম। তবে প্রধান আলোচনা ছিল প্রতীক পরিবর্তনের বিষয়।'
সাকিব আনোয়ার জানান, কমিশনে নতুন নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন রয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামের একটি দলও 'শাপলা' প্রতীক চেয়ে আবেদন করেছে।
তিনি বলেন, 'মূলধারার গণমাধ্যমে আমরা দেখেছি, কমিশন নাকি ইতিমধ্যে এনসিপিকে প্রতীকটি দিয়ে দিয়েছে—এমন ইঙ্গিত দিয়ে খবর হয়েছে। আমাদের উদ্বেগ হলো যেহেতু দল নিবন্ধন এখনও হয়নি, এভাবে খবর আসাটা ঠিক হয়নি।'
তিনি আরও বলেন, নিবন্ধনের আগে প্রতীক নির্ধারণ নিয়ে কোনো তথ্য ছড়ানো উচিত নয়। ইতোমধ্যে কমিশন ১১৫টি প্রতীক গেজেটভুক্ত করেছে। এখন নতুন প্রতীক যোগ করার চিন্তাও রয়েছে। যদি শাপলা নতুনভাবে গেজেটভুক্ত হয়, তাহলে ১৭ জুন আমরা প্রথমে আবেদন করায় প্রতীকটি পাওয়ার অধিকার আমাদেরই হওয়া উচিত।
'নতুন বাংলাদেশে সরকরি দল বলে কিছু নেই। আমরা সেটা প্রত্যাশাও করি না। কমিশন নিশ্চয়ই সেভাবে বিবেচনা করবেন। তবে কারো কারো পক্ষ থেকে এমনভাবে প্রচার হয়েছে, যে তাদের প্রতীকটা দেওয়া হয়েছে। আমরা এটাই কনসার্ন [উদ্বেগ] নিয়ে কমিশনকে জানাতে চেয়েছি', যোগ করেন তিনি।
সাকিব বলেন, 'আমরা যখন আবেদন করি তখন ৬৯টা প্রতীক ছিল। তখন সরকারের পছন্দ অনুযায়ী যে সকল দল নিবন্ধন পেয়েছিল তারা তাদের পছন্দ মোতাবেক প্রতীক পেয়েছে। পরবর্তীতে আমরা যখন নিবন্ধন পেয়েছি, তখন আমাদের পছন্দের অনুযায়ী প্রতীক পাইনি। গণমাধ্যমে যখন দেখেছি প্রতীকের সংখ্যা বাড়ানো হবে, তখন আমরা আবেদন করে শাপলা চেয়েছি।'
জাতীয় প্রতীক হলেও 'শাপলা' প্রতীকটি শুধু রাষ্ট্রীয় ব্যবহারের জন্য সীমিত নয়—এই যুক্তি তুলে ধরে সাকিব আনোয়ার বলেন, 'আমরা বলেছি, শাপলা জাতীয় প্রতীক হলেও তা রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না—এমন কোনো বাধা নেই।'
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা চাই যে দল নিয়ে আলোচনা হচ্ছে তারা (এনসিপি) নিবন্ধন পাক। তবে এখনো সিদ্ধান্ত হয়নি কে নিবন্ধন পাবে, কে পাবে না। আমরা ১৭ জুন আবেদন করেছি, তারা করেছে ২২ জুন। এ কারণে আমাদের আবেদন আগে বিবেচনা হওয়া উচিত। তাছাড়া আমরা তো আগে থেকেই নিবন্ধিত দল।
প্রসঙ্গত, ছাত্র ও জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন পায় মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য।