বাংলাদেশিদের ভিসা জটিলতার পেছনে ভুয়া কাগজপত্র জমাদান দায়ী: লুৎফে সিদ্দিকী

বিদেশে বাংলাদেশের নাগরিকদের ভিসা জটিলতার পেছনে ভুয়া সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) এর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত 'জাপানিজ লেবার মার্কেট: অপরচুনিটিউস অ্যান্ড চ্যালেঞ্জেস' শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নীতিগত পরামর্শক জিয়া হাসান জানান, একসময় জাপানি দূতাবাস সরাসরি বাংলাদেশি আবেদনকারীদের ভিসা দিত। কিন্তু ভুয়া কাগজপত্র জমার একটি ঘটনা ধরা পড়ার পর তা বন্ধ করে দেওয়া হয়।
"এখন জাপানি ভিসা ভিএফএসের মাধ্যমে দেওয়া হচ্ছে, তবে প্রক্রিয়াটি আগের চেয়ে ধীরগতির হয়ে গেছে," বলেন তিনি।
আউটবাউন্ড ট্যুর অপারেটরদের মতে, বাংলাদেশি পর্যটক ও কর্মপ্রত্যাশীদের অনেকেই এখন জনপ্রিয় গন্তব্যগুলোর ভিসা পেতে সমস্যায় পড়ছেন। কিছু দেশ অঘোষিতভাবে 'ভিসা বিধিনিষেধ' আরোপ করেছে, আবার কিছু দেশ বাংলাদেশিদের অতিরিক্ত সময় অবস্থানের (ওভারস্টে) অভিযোগে ভিসা দেওয়ার সংখ্যা কমিয়ে দিয়েছে।
ফলে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসংক্রান্ত কাজে যাওয়া হাজারো মানুষের ভোগান্তি বেড়েছে; পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।