আবহাওয়া অনুকূল: দেবতাখুম ভ্রমণে আর বাধা নেই

আবহাওয়া অনুকূলে থাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটকেরা আগের মতো ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে টানা ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা ও পর্যটকদের ঝুঁকি এড়াতে ২৫ জনু পর্যন্ত দেবতাখুম ভ্রমণে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, কয়েক দিন ধরে বৃষ্টি কম হচ্ছে। আবাহাওয়াও ভালো দেখা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে দেবতাখুম ভ্রমণে আপাতত কোনো সমস্যা নেই। পর্যটকেরা আগের মতোই ভ্রমণ করতে পারবেন।
'এখন যেহেতু বর্ষাকাল চলছে। কোনো সময় উজানের দিকে বৃষ্টি হতে পারে। সবার অবশ্যই লাইফ জ্যাকেট থাকতে হবে। সতর্কতার সাথে ভ্রমণ করতে হবে। এসব ব্যাপারে গাইডদের নির্দেশনা দেওয়া থাকবে', যোগ করেন তিনি।
তবে বৃষ্টিজনিত কারণে কোনো রকমে খারাপ আবহাওয়ার পরিস্থিতি দেখা দিলে সাময়িক সময়ের জন্য পর্যটনকেন্দ্রটি আবারও বন্ধ করা হতে পারে বলে জানান তিনি।