চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগে আটক নেতাকে ছাড়িয়ে নিতে ইসলামী আন্দোলনের কর্মীদের থানা ঘেরাও

চট্টগ্রামের চাঁন্দগাও থানায় শুক্রবার ভোররাতে চাঁদাবাজির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা আটক হওয়ার পর সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ করছে দলটির শতাধিক নেতাকর্মী।
সকাল সাড়ে ১০ দিকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা চাঁন্দগাও থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের দাবি, আটক ওই নেতা চাঁদাবাজির সাথে জড়িত নয় এবং অনতিবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
বিষয়টি নিশ্চিত করে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বিক্ষোভকারীদের দাবি আটক ব্যক্তি কোনো ধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। আমরা মামলার বাদিকে খবর দিয়েছি। বাদির সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সকাল সাড়ে ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানার সামনে বিক্ষোভ করছিল ইসলামী আন্দোলনের কর্মীরা।