সিলেট সীমান্তের ভারতীয় অংশে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্তের ভারতীয় অংশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। আজ বুধবার (১৯ জুন) সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের নাম জাকারিয়া (২৩)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রানিখাই ইউনিয়নের লামাগ্রাম গ্রামের আলাউদ্দিনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, ভোরে স্থানীয়রা ভারতীয় সীমান্তের ১২৫৭ নম্বর খুঁটির কাছে একটি গাছে মরদেহ ঝুলতে দেখে।
তিনি বলেন, 'পরিবারকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—তা তদন্তের বিষয়।'
তিনি আরও জানান, মরদেহ দেশে আনতে এবং ঘটনার তদন্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। নিহতের পরিবার জিডি করলে বিজিবি ও পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধারের ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, ঘটনাটি সীমান্তের ওপারে ঘটায় মরদেহ ফেরত আনতে কিছুটা সময় লাগবে।