৮ দিনের রিমান্ড শেষে ‘সেভেন স্টার’ চক্রের প্রধান সুব্রত বাইন কারাগারে

অস্ত্র মামলায় আট দিনের রিমান্ড শেষে 'সেভেন স্টার' চক্রের প্রধান ও তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনকে আজ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (৫ জুন) সুব্রত বাইনকে আদালতে হাজির করলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আখতার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৮ মে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সেনাবাহিনী ২৭ মে রাতে কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ চার জনকে গ্রেপ্তার করে। অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রতের দুই ঘনিষ্ঠ সহযোগী—শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।