চট্টগ্রামে বিক্ষোভকারীকে লাথি মারা জামায়াতের বহিষ্কৃত কর্মী আকাশের জামিন

চট্টগ্রামে বামপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে হামলার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর বহিষ্কৃত কর্মী আকাশ চৌধুরী জামিন পেয়েছেন। চট্টগ্রামের একটি আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।
আদালতের আদেশ অনুযায়ী, আগামী ১৫ জুন থেকে আকাশকে প্রতিদিন আদালতে হাজির হতে হবে।
বুধবার (৪ জুন) শুনানি শেষে চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।
ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যালায়েন্স আয়োজিত এক বিক্ষোভ চলাকালে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ মে বিকেল সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। বিক্ষোভটি আয়োজন করা হয়েছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার রায়ের প্রতিবাদে।
বিক্ষোভ চলার সময় 'শাহবাগ বিরোধী ঐক্য' নামে পরিচিত এক নবগঠিত দল চট্টগ্রাম প্রেস ক্লাবের কাছে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজন ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয় এবং ওই মামলায় তাদের অভিযুক্ত করা হয়।
ঘটনার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় ১৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যালায়েন্সের নেতা-কর্মীরা চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে আশ্রয় নিচ্ছেন। ওই সময় সেখানে পুলিশের উপস্থিতিও দেখা যায়। ওই সময় আকাশ চৌধুরীকে পুলিশের সামনেই হঠাৎ করে এক নারীসহ দুইজনকে লাথি মারতে দেখা যায়।
ঘটনার পর জনরোষের মুখে জামায়াতে ইসলামী আকাশকে দলীয় সদস্য হিসেবে স্বীকার করে এবং তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেয়।
পুলিশ জানায়, ১ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালি থানার লালদিঘি ময়দান এলাকা থেকে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়।