জামায়াত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে উত্তরবঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, 'তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া—এই নদীগুলো আল্লাহর দান ও নেয়ামত। কিন্তু দশকের পর দশক ধরে এগুলোর ওপর অত্যাচার করা হয়েছে। নদী বাঁচানোর জন্য বাজেট বরাদ্দ হলেও সেই টাকা বালি তোলার বদলে পকেটে চলে গেছে। ফলে আজ উপর থেকে দেখলে মনে হয় এগুলো নদী নয়, একেকটা বিশাল মরুভূমি।'
নদীকেন্দ্রীক উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়ে জামায়াত আমির বলেন, 'নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এটা কার ভালো লাগলো আর লাগলো না এটা দেখার আমাদের সময় নাই।'
তিনি যোগ করেন, 'তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এই অঞ্চলে উন্নয়নের অনেকগুলো দুয়ার খুলে যাবে। আমরা জায়গায় জায়গায় এগ্রো ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানী হিসেবে গড়ে তুলব।'
জনসভায় জামায়াত আমির আসন্ন নির্বাচনে রংপুরের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং 'দাঁড়িপাল্লা'প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় শফিকুর রহমান গণভোটে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
