প্রবাসীদের ভোটদানের সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সময়সীমা অন্তত এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির অভিযোগ, বর্তমানে নির্ধারিত সময়সীমা ও মধ্যপ্রাচ্যসহ পশ্চিমা দেশগুলোর সাপ্তাহিক ছুটির কারণে প্রবাসীরা ডাকযোগে ব্যালট পাঠাতে চরম জটিলতার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রবাসীদের জন্য ভোট দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি নির্ধারিত থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে।
'২১ জানুয়ারি (বুধবার) প্রার্থীরা প্রতীক পেয়েছেন এবং কিউআর কোড অ্যাক্টিভ হয়েছে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)। কিন্তু ২৩ ও ২৪ জানুয়ারি মধ্যপ্রাচ্যে এবং ২৪ ও ২৫ জানুয়ারি পশ্চিমা দেশগুলোতে সরকারি ছুটি। ডাকঘর বন্ধ থাকায় প্রবাসীরা সময়মতো পোস্টাল ব্যালট পাঠাতে পারছেন না। এমনকি অনেকের কাছে এখনো ব্যালট পেপার পৌঁছায়নি', বলেন তিনি।
এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সময়সীমা আরও সাত দিন বৃদ্ধির জোর দাবি জানান জামায়াতের কেন্দ্রীয় এই নেতা ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গের ৮টি জেলায় দুই দিনের সফর শুরু করেছেন। আজ সকালে পঞ্চগড় থেকে সফর শুরু করে তিনি দিনাজপুর ও ঠাকুরগাঁও হয়ে বর্তমানে রংপুরে অবস্থান করছেন।
আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভা শেষে ঢাকায় ফিরবেন।
নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুবায়ের অভিযোগ করেন, বিভিন্ন স্থানে প্রতিপক্ষ দলগুলো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে। গভীর রাত পর্যন্ত মাইকিং এবং নির্ধারিত নিয়মের বাইরে প্রচার সামগ্রী ব্যবহারের বিষয়টি ইসির নজরে আনা হয়েছে বলে তিনি জানান।
প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, 'একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভয়ভীতিমুক্ত পরিবেশে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি সহিংসতায় হতাহতদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আবদুস সাত্তার এবং মিডিয়া টিমের সদস্য জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
