অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন ঈদের দিনসহ ১০ দিন নিষিদ্ধ

সারা দেশ থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহনে ১০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, 'সরকার ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।'
এদিকে, মঙ্গলবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, 'এ বছর চামড়ার নায্য দাম যেন পাওয়া যায় এ জন্য আমরা অভিনব পন্থা নিয়েছি। কোরবানির চামড়া সংরক্ষণ ও মজুর করার সক্ষমতা বৃদ্ধি করার জন্য দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ বিতরণ করা হয়েছে।'
তিনি বলেন, 'চাহিদা তৈরির ক্ষেত্রে যদি প্রয়োজন কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি জন্য সাময়িক সময়ের জন্য অনুমোদনও দেওয়া হয়েছে। এরফলে আশা করা যায় চামড়ার উপযুক্ত মূল্য পাবে।'
এর আগে সম্প্রতি উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছিলেন, 'ঢাকায় চামড়া প্রবেশ বন্ধের ফলে গ্রামাঞ্চলের চামড়া সংরক্ষণকারীরা লবণের মাধ্যমে সংরক্ষণ করতে পারবে। যারা কোরবানির পশু জবাই করেন তারা চামড়া মাদরাসা বা এতিমখানায় দিয়ে দিতে পারবেন, যা সংরক্ষণ করে পরে বিক্রি করা হবে।'
পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
তারা বলেছে, এ বছর ২০ লাখ ৬৮ হাজারের বেশি গবাদিপশু উদ্বৃত্ত থাকতে পারে।