যে উপদেষ্টাদের নিয়ে সমালোচনা তৈরি হয়েছে, তাদের সরিয়ে দিতে বলেছি: নুর

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে গণ অধিকার পরিষদ যেসব উপদেষ্টা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে, তাদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছে।
বৈঠক শেষে আজ সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
নুরুল হক বলেন, 'যেসব উপদেষ্টাদের নিয়ে সমালোচনা তৈরি হয়েছে, তাদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আবেদন করেছি।'
বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন, 'মোটাদাগে সব রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে রোডম্যাপ চেয়েছে। আমরা মনে করি সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন কার্যক্রমের পালা। আলোচনা আর রয়েছে বলে আমার মনে হয় না।'
নির্বাচনের বিষয়ে নুরুল হক বলেন, 'প্রধান উপদেষ্টার ঘোষণায় বলা আছে, আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা। বিএনপিসহ আমরা বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। এটাও প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যে আছে। যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, এখন চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে।'
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। ওই তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে নুরুল হক সাংবাদিকদের বলেন, এটা তিনি বলবেন না। নামগুলো সাংবাদিকদের বুঝে নিতে বলেন তিনি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, 'জুলাই সনদ না বলে জাতীয় সনদ ঘোষণা করে একটি জাতীয় সর্বজনীন সনদ হতে পারে।'
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'নির্বাচন ডিসেম্বরে কেন, এর আগেও হতে পারে।'