৯টি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে সরকার

৯টি অলাভজনক প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত কর ছাড় সুবিধা পাবে এসব প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২৭ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ওই নয়টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে অনুদানদাতাকে এর ওপর কোনো কর দিতে হবে না।
প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহ্ছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কর ছাড় অবিলম্বে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
সামাজিক কল্যাণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে দান ও অনুদানকে উৎসাহিত করার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বীকৃত প্রতিষ্ঠানগুলো দরিদ্র শিশুদের শিক্ষা, প্রশমনমূলক সেবা (প্যালিয়েটিভ কেয়ার), চিকিৎসা সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছে।
এর আগে খুব অল্পসংখ্যক প্রতিষ্ঠানকে এ ধরনের কর ছাড় সুবিধা দেওয়া হতো। তবে নতুন তালিকায় বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতি দেওয়া হয়েছে।
এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, কর ছাড় সুবিধা পেতে হলে করদাতাদের যথাযথ প্রমাণপত্র সংরক্ষণ করতে হবে এবং বার্ষিক রিটার্নে তা উল্লেখ করতে হবে।