সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা: এবি পার্টি

সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হলে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
মঞ্জু বলেন, 'আমরা জানতে চেয়েছিলাম, তিনি [প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস] কেন পদত্যাগ করতে চাচ্ছেন। তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তিনি দেখছেন না। তবে যদি সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়, তাহলে তিনি নির্বাচন আয়োজন করবেন।'
তিনি আরও বলেন, 'আমরা ৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি। তবে এই দাবিতে আমরা অনড় নই।'
কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, 'সংস্কারও দরকার, নির্বাচনও দরকার। সংস্কারগুলোকে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নির্বাচন দরকার। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব সংস্কার প্রয়োজন, সেগুলো আগে করতে হবে।'