বৃহস্পতিবার রাকসু নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, আগামীকাল (১৬ অক্টোবর) রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রের ৯৯০টি বুথে। নির্বাচনে একজন ভোটার রাকসুতে ২৩টি পদে, সিনেটে ৫টি ও হল সংসদের ১৫টি পদে মোট ৪৩টি পদে ভোট প্রদান করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন ভোটার এবং রাকসু, হল সংসদ ও সিনেটসহ ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় পাবে ভোট দিতে। একজন ভোটারকে ছয়টি ব্যালট পেপারে ভোটারদের ভোট প্রদান করতে হবে। ভোট প্রদান শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা করা হবে। ছয়টি ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।
নির্বাচনের নিরাপত্তারর বিষয়ে তিনি বলেন, দায়িত্বে দুই হাজার পুলিশ সদস্য, ছয় প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
এছাড়া নির্বাচনে মোট ২১২ জন শিক্ষক দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার ও অবশিষ্ট শিক্ষকবৃন্দ সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট প্রদান করবেন। এছাড়া ৯১ জন কর্মকর্তা নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
নজরুল ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, নির্বাচনের ব্যালট পেপার পরীক্ষিত জায়গা থেকে ছাপানো হয়েছে। ব্যালট পেপারে আট ধরনের সিকিউরিটি চেক রয়েছে। অমোচনীয় কালিসহ ভোটারদের আরও দুই ধরনের চেকিংয়ের ব্যবস্থা রয়েছে। ফলে চাইলেও ভোটাররা জাল ভোট দেওয়ার সুযোগ নেই।
নির্বাচন কমিশন আশা করছেন, ভোট গণনা শেষে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে তারা নির্বাচনের ফলাফল প্রকাশ করবেন।