জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস শিক্ষার্থীদের অনশন, কয়েকজন অসুস্থ

গাজীপুর মহানগরীর বোর্ড বাজার এলাকায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ও শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চলমান রাখার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।
আজ রোববার (২৫ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে তারা অনশন শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, অনশনে অংশ নিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'কিছু দাবি নিয়ে শিক্ষার্থীরা বসে আছে। তাদের কেউ অসুস্থ হয়নি।'
এর আগে গতকাল শনিবার সকালে শিক্ষার্থীরা একই দাবিতে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
অনশনরত শিক্ষার্থী মো. সোলায়মান হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হলেও এখন পর্যন্ত তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন এই দাবিতে আন্দোলন করলেও কেবল আশ্বাস ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রামে ৩০০ শিক্ষার্থী আছে। এ প্রোগাম নিয়ে কিছু জটিলতা আছে। বর্তমান প্রশাসন এটাকে আইনের মধ্যে থেকে কীভাবে বাস্তবায়ন করা যায়, সেজন্য গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করেছে। ইউজিসি আইনি ব্যাখ্যার জন্য বিষয়টি পাঠিয়েছে। ব্যাখ্যা পেলে কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ ফেরদৌস বলেন, এটার একটা আইনি প্রক্রিয়া আছে। সেটা শেষ হলেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করছি। শিক্ষার্থীরা অনশন করেছে শুনেছি। আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বললে আশা করি বিষয়টি তারা বুঝতে পারবে।