রাজপথ ছেড়ে না আসার নির্দেশনা দিলেন ইশরাক

সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ ছেড়ে না আসার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ বুধবার (২১ মে) বেলা দুইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ নির্দেশনা দেন তিনি।
এক লাইনের ওই পোস্টে তিনি লিখেছেন, 'নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।'
এদিকে, আজ সকাল থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মৎস্য ভবন মোড় ও কাকরাইলে সড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা।
বেলা ১১টার পর মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীরা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দিচ্ছেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. মশিউর রহমান বলেন, "আজকে যদি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয়, প্রয়োজনে আমরা আদালত ঘেরাও করতে বাধ্য হবো।"
তিনি বলেন, "এখন আমরা প্রধান উপদেষ্টার বাস ভবনের কাছে কাকরাইল আছি। দাবি আদায়ে আমরা তার বাস ভবনের সামনেও অবস্থান নিতে পারি। উপদেষ্টা আসিফ পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। তার উচিত পদত্যাগ করা। সে সরকারে থেকে রাজনীতি করে, এটা হবে না।"