আমজনতা দলের নিবন্ধন দেওয়া উচিত: ইশরাক
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমজনতার দলের তারেক রহমানের দলকে নতুন করে আবার যাচাই–বাছাই করা হোক, পুনঃমূল্যায়ন করা হোক। তার দলকে নিবন্ধন দেওয়া উচিত।
রোববার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে সংহতি প্রকাশ করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এবার ঢাকা-৬ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ইশরাক বলেন, 'আজ আমি এখানে এসেছি একজন দেশের একজন নাগরিক, সাধারণ ভোটার , একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে। আমজনতার দলের তারেক রহমানের মত ইয়াং লিডারকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বৈষম্যের শিকার হচ্ছেন। অবশ্যই উনাকে নিবন্ধন দেওয়া উচিত।'
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে ১২ নভেম্বরের মধ্যে দলগুলো নিয়ে কারও আপত্তি থাকলে তা জানাতে বলা হয়।
এবার ১৪৩টি দল নিবন্ধনের আবেদন করলে ইসির প্রাথমিক বাছাইয়ে বাদ যায় ১২১টি। ২২টি দলের মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে নিবন্ধন শর্তপূরণ করায় তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ তুলে ধরে আমজনতার দলটির সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। তবুও নিবন্ধনের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক।
আমজনতার দল নামে নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত তার অনশন চলছে ১২৫ ঘণ্টার বেশি সময় ধরে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
