গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানায় শ্রমিকরা।
আজ শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় একঘণ্টা হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকার লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস (বিএইচআইএস) অ্যাপারেলস লিমিটেড কারখানায় ১,৩০০ শ্রমিক কাজ করে। এই শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন।
পরে সকাল ৯টার দিকে তারা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। মালিকপক্ষের সাথে আলোচনার পর দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা হবে—শিল্প পুলিশের এমন আশ্বাসে একঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়ক ছাড়েন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, "শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।"