নিরাপদ সড়কের জন্য আন্দোলন: পুলিশের আশ্বাসে ফার্মগেটে অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা
ঢাকার ফার্মগেট এলাকায় ট্রাকের ধাক্কায় দুই দিন আগে সহপাঠী সিফাত নিহত হওয়ার ঘটনায় ন্যায়বিচার ও নিরাপদ সড়কের দাবিতে কয়েক ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়।
সকাল ১১টার দিকে সরকারি বিজ্ঞান কলেজ রোড থেকে ফার্মগেট মোড় পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে যায়। এর ফলে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর মধ্যে যানজট দেখা দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রেখেছে।
তিনি আরও বলেন, "আমরা তাদের রাস্তা ছেড়ে চলে যেতে অনুরোধ করেছি। তারা ন্যায় বিচার ও রাস্তায় অবৈধ পার্কিং বাতিলের দাবি জানিয়েছে।"
"ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ফার্মগেট"-এর ব্যানারে প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দিয়ে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে পাঁচটি দাবি জানিয়েছে।
১। সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২। ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩। নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।
৪। দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫। শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে ৩টি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে শান্তি বজায় রাখতে এবং আলোচনার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
